1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ে করলেন তামিম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

বিয়ে করলেন তামিম

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের আগে জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার আজ বৃহস্পতিবার নিজেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবরটি জানান তামিম। সহধর্মিনীর হাত ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।

তানজিদ তামিমের ২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হয়। এরপর ধীরে ধীরে দলের অপরিহার্য অংশ হয়ে গেছেন। এই বাঁহাতি ওপেনার আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন।

লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। যেখানে চারটি ফিফটির সাহায্যে ৫৪৮ রান করেছেন। ওয়ানডেতে তার সেরা ইনিংস ৮৪ রানের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার সংগ্রহ ৬৫৫ রান। এই ফরম্যাটে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ