1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এ বিষয়ে শুক্রবার (৩০ মে) এনএসসি সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) অনুচ্ছেদ অনুযায়ী আমিনুল ইসলামকে এনএসসির মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে বিসিবি পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি, যার ফলে ওই পদটি শূন্য হয়। নতুন মনোনয়নের মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করা হলো।

উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরির মালিকও তিনি। খেলোয়াড়ি জীবনের পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ের প্রশিক্ষণ শেষে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে আবাহনীকে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন কোচ হিসেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ