বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
আগের দিন সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে ভারতের সাংবাদিকদের মধ্যে অনেক আগ্রহ দেখা গেলেও আজ একাদশে এই পেসারকে রাখা হয়নি।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিনি টস জিতলে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন।
পিচ রিপোর্টে রবি শাস্ত্রী ও রমিজ রাজা জানিয়েছেন, নতুন পিচ। সন্ধ্যা নাগাদ উইকেট শুকিয়ে আসার সম্ভাবনা রয়েছে। মাঠকর্মীরা জানিয়েছেন, এ বছর মাঠে শিশির দেখা যায়নি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।