স্টাফ রিপোর্টার ॥ সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে ছাত্রদল নেতা পরিচয়ে ব্যপক চাদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে নলছিটির কাঠেরগড় এলাকার জিসান হাওলাদারের বিরুদ্ধে। একই সাথে জিসানসহ ৪ জনের বিরুদ্ধে মাদক বিক্রয়ের অভিযোগ এনে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, ঝালকঠি জেলার নলছিটি থানার শেখরকাঠী গ্রামের বাসিন্দা ৩৮ বছর বয়সী এক নারী একই এলাকার বাসিন্দা মোঃ জাকির হাওলাদারের ছেলে জিসান কে মাদক সেবনে বাধা দেয়। এতে জিসান ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজন সহযোগী নিয়ে ওই নারীকে রড দিয়ে এলাপাথারী পিটিয়ে আহত করে। পরে ওই নারী বাদী হয়ে জিসান সহ আরো তিন জনের বিরুদ্ধে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দেয়। এ তিনি উল্ল্যেখ করেন, জিসান দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে মাদক সেবন ক্রয় বিক্রয় সহ বিভিন্ন অপকর্ম করিয়া আসিতেছে। তাহার কুপরামর্শে পরিয়া আমার ছেলে সহ অন্যান্য বিবাদীরাও মাদক সেবন করিয়া নিজেদের ক্ষতি সাধন করে আসছে। আমি অনেকদিন যাবৎ আমার ছেলে সহ অন্যান্য বিবাদীদের কে অনেক বুঝানোর পরেও তাহারা মাদক সেবন থেকে বিরত থাকতে পারছে না। এমনকি তারা মাদকের টাকার জন্য বিভিন্ন জায়গায় বিএনপির নামে চাদা চেয়ে আসছে জিসান ও তার সহযোগীরা। এমনকি জিসান বিগত দিনে ছাত্রলীগ করলেও বর্তমানে ছাত্রদলের ব্যানার ছাপিয়ে চাদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই আক্তার বলেন, অভিযোদের তদন্ত চলছে। সত্যতা প্রমানিত হলে প্রচলিত আইনে আসামরীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয় আর এক ব্যবসায়ী রাসেল জানান, জিসান এর আগে তার কাছে চাদা দাবি করেছে। চাদা না দেয়ায় জিসান তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত জিসান বলেন, অভিযোগকারী রাসেল ও ওই মহিলা আমাদের আত্মীয়। তাদের সাথে ভুল বলে বুঝি হওয়ার কারণে তারা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে এলাকায় সালিশ মীমাংসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।