বানারীপাড়া // বানারীপাড়ার মহিষাপোতায় চাঞ্চল্য মাইদুল ইসলাম রনি, বানারীপাড়া (২২ জুন ২০২৫): বরিশালের বানারীপাড়া উপজেলার বাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বেদনাদায়ক হামলার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শাকিল হাওলাদার নিজ বাবা, ভাই ও ভাবির ওপর হামলা চালিয়েছে। শাকিল প্রথমে তার বাবা আক্তার হাওলাদার, ভাই মামুন ও ভাবি তাসলিমার চোখে মরিচের গুঁড়ি নিক্ষেপ করে এবং পরে তাদের শারীরিকভাবে মারধর করে। এই হামলায় শাকিলের সঙ্গে জড়িত ছিল তার শালা রমজান, শাশুড়ি জয়রুবী এবং স্ত্রী মুনিয়া। হামলার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবেদক নিজে ভুক্তভোগীদের ভিডিও সাক্ষাৎকার ধারণ করেন, যেখানে তারা বিস্তারিতভাবে ঘটনার বিবরণ দেন। আক্তার হাওলাদার জানান, “আমি কিছুদিন আগে নিজে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম মাদক ব্যবসার কারণে। সেই আক্রোশ থেকেই আজ আমাদের ওপর এই হামলা হয়েছে। কিন্তু মামলা দিলে আজ দেবে, কালই জামিনে বের হয়ে যাবে—তাই আর মামলা করিনি।” এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, শাকিল দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত, এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তারা দাবি করছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। — প্রতিবেদক: মাইদুল ইসলাম রনি স্থান: মহিষাপোতা, বানারীপাড়া, বরিশাল ভিডিও: প্রতিবেদক নিজেই ধারণ করেছেন