1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
মিরাজের লড়াইয়ের পরও দ. আফ্রিকার সহজ জয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

মিরাজের লড়াইয়ের পরও দ. আফ্রিকার সহজ জয়

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ধ্বংসস্তূপ থেকে দলকে ধীরে ধীরে টেনে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। জাকের আলীর সঙ্গে গড়েছেন জুটির রেকর্ড। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হলেন। এই অলরাউন্ডারের দারুণ নৈপুণ্যেই দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা ১০৬ রানের মামুলি লক্ষ্য পেলে ৭ উইকেটে জয় পায়। সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

বাংলাদেশের দেওয়া ১০৬ রানের মামুলি লক্ষ্য ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হন এইডেন মার্করাম। টনি ডি জর্জির সঙ্গে ৪২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রানে আউট হন এই ওপনার। এরপর জর্জি (৪১) ও ডেভিড বেডিংহ্যামকেও (১২) ফেরান তাইজুল। কিন্তু আর কোনো বিপদ হতে দেননি ট্রিস্টান স্টাবস। ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৩টি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে এই স্পিনার ৫ উইকেট দখল করেন।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটির চতুর্থ দিন প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে দিন শেষ করে বাংলাদেশ। মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

আজ মাঠে নেমে অবশ্য ৪.৫ ওভার পর্যন্ত টিকতে পারে বাংলাদেশ। সেই ১৬ রানেই কাগিসো রাবাদার বলে এলবি হন নাঈম। উইয়ান ‍মুল্ডারের বলে ফেরেন তাইজুল ইসলাম। তবে মিরাজ সেঞ্চুরির খুব কাছে গিয়ে রাবাদার বলে আউট হন। ১৯১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৯৭ করে স্লিপে ক্যাচ দেন তিনি।

প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা সর্বোচ্চ ৬টি উইকেট পান। আর কেশভ মাহারাজ ৩টি উইকেট দখল করেন।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩০৮ রান করেছিল দ. আফ্রিকা।

আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ