মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের গাগুরিয়া এলাকা থেকে মোসাঃ স্বর্ণা আক্তার (১৪) নামে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) বিকেলে গাগুরিয়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ওই এলাকার জামাল হোসেন চৌকিদারের মেয়ে। কিশোরী তার পরিবারের সঙ্গে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, মা সুলতানা বেগম মেয়ে স্বর্নাকে তার বসত ঘরে রেখে বাড়ির পাশে শাক তুলিতে যায়। শাক তুলিয়া অনুমান ১ ঘন্টা পরে বাড়িতে ফিরে এসে তার মেয়ে স্বর্না আক্তার(১৪) কে ডাকাডাকি করিলে তার কোন সাড়া শব্দ না পেয়ে বসত ঘরের (চৌচালা টিনের ঘর) ভিতরে প্রবেশ করে স্বর্নার কক্ষে গিয়ে দেখেন যে, টিনের চালের পাইরের সাথে মেয়ের তার নিজ ব্যবহৃত ওড়না দ্বারা গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে।
শিক্ষার্থীর মা সুলতানা বেগম(৪৫) বলেন, মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সেটি নামিয়ে পুলিশে খবর দেন।
তার ধারণা মেয়ে শারীরিক ও মানসিক বিকারগ্রস্থতার কারনে ঘটনার দিন সকাল ১০টা হইতে হতে সকাল ১১টার মধ্যে যে কোন সময় পরিহিত ওড়না দিয়ে ঘরের পাইরের সাথে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করছে।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক মতিউর রহমান বলেন, মেয়েটির বাবা দুই বিবাহ করেছে। তাদের সংসারের প্রতি তেমন খোঁজ খবর কিংবা ভরনপোষণ দিচ্ছে না। অভাবের সংসার। মেয়েটি শারিরীক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ বরিশাল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক বিকার থেকে সে গলায় ফাঁস দিতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।