মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর গোপালপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোবারক হোসেন পরোয়ান(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টিপু হাওলাদারের বাড়ির কাছে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মোবারককে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতরভাবে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পরিবার দাবি করেছে, পূর্ব বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে মোবারকের ওপর এই হামলা চালানো হয়।