মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে জনসম্মুখে দুটি তালা ভেঙে প্রয়াত গান্ধী বাবুর একটি দোকানঘর দখলমুক্ত করলো পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন ও রেজাউল করিম।
গতকাল বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় তারা বন্দরের রাজলক্ষ্মী সিনেমা হলের সামনে হাজির হয়ে দোকান ঘরটি দখলমুক্ত করে প্রকৃত মালিক গান্ধী বাবুর ছেলে অমল কৃষ্ণ দে এর নতুন ভাড়াটিয়া মান্না মিয়াজিকে বুঝিয়ে দেন। তাদের এ মানবিক কার্যক্রমকে হাততালি দিয়ে অভিনন্দন জানান স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
দোকানঘরের মালিক প্রয়াত গান্ধী বাবুর ছেলে অমল কৃষ্ণ দে স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমার দোকানঘরটি মৌখিকভাবে ভাড়া নেন রিয়াজ সরদার নামের এক ব্যক্তি। তিনি ভাড়া নিয়ে নিজেই মালিক সেজে অন্য আরেকজনের কাছে ভাড়া দিয়ে দেন। দীর্ঘ এক বছর পর্যন্ত সে দোকানঘরের ভাড়া দিচ্ছেন না এমনকি দখলও ছাড়ছেন না। বিষয়টি তিনি পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতি (বনিক) সমিতির কাছে লিখিত অভিযোগ দায়ের করলে সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন এই দখলমুক্ত করে দেন। তার দাবি রিয়াজ সরদারের কাছে এক বছরের ভাড়া পাবেন তিনি। রিয়াজ সরদারকে একাধিকবার ভাড়া পরিশোধ কিংবা দোকানঘর ছাড়ার কথা বললেও কোন কর্ণপাত করেনি। যার ফলে বাধ্য হয়ে তিনি সমিতির দ্বারস্থ হয়েছেন বলে জানান।
বনিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন বলেনশ জড়সড় ড়, প্রয়াত গান্ধী বাবু মেহেন্দিগঞ্জে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান করেছেন, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল করা কাম্য নয়। আমাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে গান্ধী বাবুর ছেলে অমল কৃষ্ণ দে এর দোকানঘর দখল করে আছে এবং ভাড়া পরিশোধ করছে না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে আসা। আমরা নিজেরাই দোকানঘরটি দখলমুক্ত করে তার নতুন ভাড়াটিয়াকে চাবি বুঝিয়ে দিয়েছি। যদি মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে দেনাপাওনা থাকে তা বসে সমাধান করে দেওয়া হবে।রিয়াজ সরদার বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার দোকানঘরটি দখল করে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
আমি দোকানঘর মালিককে ৪০ হাজার টাকা জামানত দিয়ে ঘর ভাড়া নিয়েছি। নিয়ম অনুযায়ী ঘর ছাড়ার ৩মাস পুর্বে আমাকে জানাবে কিন্তু তা না করে হঠাৎ আমার দোকানঘরটি দখল করে নিয়েছে। আমাকে অবগত না করেই মালামালসহ ঘরটি দখল করা হয়েছে।
নতুন ভাড়াটিয়া মান্না মিয়াজি বলেন, আমি নিয়ম অনুযায়ী মালিকের কাছ থেকে দোকানঘর ভাড়া নিয়েছি এবং মালিক বনিক সমিতির মাধ্যমে আমাকে দোকানঘর বুঝিয়ে দিয়েছে।