1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
সংস্কারের জন্য নির্বাচন দরকার: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

সংস্কারের জন্য নির্বাচন দরকার: মির্জা ফখরুল

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // জনগণের অংশ্রগহণে রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’-এ তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, এজন্য নির্বাচন দরকার।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দেশের যে জঞ্জালগুলো আওয়ামী লীগ তৈরি করে গেছে, তা সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।’

অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিডিয়া বর্তমান সরকারের কোনো সাফল্য দেখতে পায় না। তিনমাসে সরকার অনেক কাজ করেছে। একসঙ্গে এত কাজ সম্ভব না। এবার যে সুযোগ তৈরি হয়েছে তা হারিয়ে গেলে জাতি হিসেবে আমরা বিপন্ন হয়ে যাব। ফ্যাসিবাদীরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে আর কিছু কিছু মিডিয়া তা সাপোর্ট করছে।’

তরুণদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ইয়ুথ ফোরাম দেশের মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে সহায়তা করবে বলে আশা করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ