1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা মারা গেছেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা মারা গেছেন

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জটা ও তার ছোট ভাই আন্দ্রে মারা গেছেন। আজ বৃহস্পতিবার স্পেনের জামোরার এই ঘটনা ঘটে। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৮ বছর।

স্থানীয় গার্দিয়া সিভিল ও গভৰ্ণমেন্ট ফায়ার সার্ভিস জানিয়েছে, ল্যাম্বোরগিনি চালানোর সময়ে টায়ার ফেটে যায়। পরে গাড়ি রাস্তার পাশ দিয়ে ছিটকে যায় এবং আগুন ধরে যায়, এতে দুজন নিহত হন।

জোটা মাত্র ১০ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী রুতে কার্দোসো। তাদের তিন সন্তান রয়েছে।

২০২০ সালে ওয়োলভারহ্যাম্পটন থেকে ৪১ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দেন জোটা। তিনি অলরেডদের হয়ে ১২৩ ম্যাচে ৪৭টি গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ১৪টি গোল করেছেন। তিনি ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় টিভি স্টেশন টিভিই-সহ বিভিন্ন সূত্র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এখনও পর্যন্ত লিভারপুল কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ