নিজস্ব প্রতিবেদক // রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ২ লঞ্চের মাঝে চাপা পড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ট্রলার চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন। রোববার (০৭ আগস্ট) বিকেলে সদরঘাটের চাঁদপুর লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাশেদের বাড়ি কুমিল্লায়। তার বয়স আনুমানিক ১৯ বছর। আহত দু’জন হলেন- ট্রলারের চালক ইমরান ও যাত্রী আলী আজগর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সদরঘাটের লালকুঠি ঘাটে ভিড়ে। একই সময় চাঁদপুরগামী আরেকটি লঞ্চঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার ২ লঞ্চের মাঝখানে চলে আসে। একপার্যায়ে ২ লঞ্চের চাপায় পড়ে ট্রলারটি। এতে এক যাত্রী নিহত এবং ২ জন আহত হন।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ট্রলার চালক ইমরান পুলিশ হেফাজতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
Leave a Reply