1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
সদরঘাটে ২ লঞ্চের মাঝে চাপা পড়ে ট্রলারের যাত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

সদরঘাটে ২ লঞ্চের মাঝে চাপা পড়ে ট্রলারের যাত্রী নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ২ লঞ্চের মাঝে চাপা পড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ট্রলার চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন। রোববার (০৭ আগস্ট) বিকেলে সদরঘাটের চাঁদপুর লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাশেদের বাড়ি কুমিল্লায়। তার বয়স আনুমানিক ১৯ বছর। আহত দু’জন হলেন- ট্রলারের চালক ইমরান ও যাত্রী আলী আজগর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সদরঘাটের লালকুঠি ঘাটে ভিড়ে। একই সময় চাঁদপুরগামী আরেকটি লঞ্চঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার ২ লঞ্চের মাঝখানে চলে আসে। একপার্যায়ে ২ লঞ্চের চাপায় পড়ে ট্রলারটি। এতে এক যাত্রী নিহত এবং ২ জন আহত হন।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ট্রলার চালক ইমরান পুলিশ হেফাজতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ