স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। এসময় সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মশিউর রহমান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছরের ১০ জুন বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৪ দিন চিকিৎসা শেষে ২৪ জুন বাসা ফেরেন বেগম জিয়া।
Leave a Reply