1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২৪ সদস্যের বাংলাদেশ দলে সুযোগ পেলেন কারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

২৪ সদস্যের বাংলাদেশ দলে সুযোগ পেলেন কারা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতিমধ্যে দেশ ছাড়া এই দলে অনুমিতভাবেই আছেন হামজা চৌধুরী।

আগের ঘোষিত ২৯ জনের দল থেকে বাদ পড়েছেন তিন ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। ইতালিপ্রবাসী ফাহামিদুলের বাদ পড়ার বিষয়টি আগেই জানাজানি হয়েছিল।

এই দলে গোলকিপার তিনজন, রক্ষণভাগে সাতজন, আক্রমণভাগে খেলবেন পাঁচজন। মাঝমাঠের খেলোয়াড়দের আধিক্য বেশি—নয়জন। হামজার সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া, শেখ মোরছালিনের মতো উঠতি তারকা, কানাডায় দীর্ঘ দিন কাটিয়ে আসা সৈয়দ শাহ কাজেম কিরমানি আছেন এই তালিকায়। শাহ কাজেমের আরেক পরিচয় বাংলাদেশের সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে (স্থানীয়দের কাছে পোলো গ্রাউন্ড নামে পরিচিত) আগামী মঙ্গলবার সন্ধ্যায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ভারত ম্যাচের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ