1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
৪৪ স্কুলে বোমা হামলার হুমকি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের রাজধানী দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে, যার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুল আছে। রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয়।

এনডিটিভির হাতে আসা ই-মেইলের অনুলিপি অনুযায়ী, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে ইমেইলটি পাঠানো হয়। ই-মেইলে দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে। হুমকিদাতা বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে।

প্রেরক লিখেছেন, বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর প্রাপ্য।

এনডিটিভি লিখেছে, দিল্লি পুলিশ প্রেরকের আইপি ঠিকানার বিষয়ে অনুসন্ধানের পাশাপাশি হুমকিদাতাকে খুঁজছে।

সোমবার সকালে যখন স্কুল বাস আসছিল, অভিভাবকরা তাদের সন্তানদের নামিয়ে দিচ্ছিলেন, আর কর্মীরা সকালের অ্যাসেম্বিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন-এমন কর্মযজ্ঞের মধ্যে ওই সতর্কবার্তা আসে। দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে।

ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল ও স্থানীয় পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করছে। তবে সকাল ৯টা পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ