
রবিবার ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারতকে ৪–৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। যদিও আগেই শিরোপা নিশ্চিত করে রেখেছিল ভারত, তবে শেষ ম্যাচে বিজয়ের স্বাদ নিয়ে রানার্সআপ হলো লাল-সবুজের মেয়েরা।
পূর্ণিমার গোলটি সাফের ইতিহাসে দ্রুততম, আগের রেকর্ড ছিল ভারতের মেনাকা লৌরেমবামের, যিনি ২০২৩ সালে ভুটানের বিপক্ষে তৃতীয় মিনিটে গোল করেছিলেন।
তবে ভারতের জবাব আসে দ্রুতই। ৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্সভুলে সুযোগ পেয়ে গোল করেন ভারতের আনুশকা কুমারি। ৩৪তম মিনিটে আলপি আক্তারের গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রীতি আকন্দ গোল করে ব্যবধান বাড়ান ৩–১ এ। কিন্তু ভারত ঘুরে দাঁড়ায়। ৬৪তম মিনিটে প্রীতিকা বর্মণের গোল এবং ৮৮ মিনিটে নঙ্গমাইথেমের দূরপাল্লার শটে ম্যাচে সমতা ফিরে আসে ৩–৩ এ।
তবে বাংলাদেশ হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে প্রীতির শট গোলকিপারের গ্লাভস ফসকে ভারতের ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে যায়। ওই আত্মঘাতী গোলে ৪–৩ ব্যবধানে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লিটুর শিষ্যরা।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয়, একটিতে ড্র ও একটিতে হার নিয়ে ১৩ পয়েন্ট অর্জন করে। দুইবার নেপালকে হারিয়েছে (২–০ ও ৪–১), ভুটানকে হারায় একবার (৩–১), ফিরতি ম্যাচে ড্র (১–১)। ভারতের কাছে প্রথম দেখায় হারে ২–০ গোলে, তবে শেষ ম্যাচেই শোধ নেয় চার গোল দিয়ে।
শিরোপা না জিতলেও চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জয় এবং রেকর্ডগড়া গোল নিয়ে গর্ব করতেই পারে লাল-সবুজের মেয়েরা। ভবিষ্যতের জন্য এক আত্মবিশ্বাসী বার্তা রেখেই ফিরল তারা।