আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি // আশুলিয়ায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ সেলিম হোসেন (৩৭) বর্তমানে আশুলিয়ার বাইপাইলে বসবাসরত।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৬ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল পুলিশ বক্সের সামনে অবস্থানকালে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর পরদিন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল টিএসসি পাম্পের উত্তর পাশে বাসায় যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
হামলাকারীদের মধ্যে মোঃ ফিরোজ ফরাজী (৪৫) নামের এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা মুখোশধারী আরও চারজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও কাঠের লাঠি দিয়ে আঘাত করে। হামলার সময় কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করায় তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় সাংবাদিক সেলিম হোসেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ভবিষ্যতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিটি ডিউটি অফিসার কর্তৃক গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।