
ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // পটুয়াখালী সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পটুয়াখালী জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে পটুয়াখালী সদর থানাধীন কলাতলা হাউজিং ফার্ম রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. বেল্লাল হাওলাদার (৪০), ০৮ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা২. মো. আরিফুল ইসলাম (৩৯), একই এলাকার বাসিন্দা
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় আসামিদের দেহ তল্লাশি করে মো. বেল্লাল হাওলাদারের প্যান্টের পকেট থেকে ১৮৫ পিস এবং মো. আরিফুল ইসলামের পকেট থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পটুয়াখালী জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা (নং-২৩, তারিখ: ১১-০১-২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।