নিজস্ব প্রতিবেদক
বরিশালে গণতন্ত্র পুণরুদ্বারে স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথ কাঁপানো এক ছাত্রদল নেতাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’ ট্যাগ দেয়ার অভিযোগ উঠেছে। যদিও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলেও ছাত্রদলের অন্যান্য কর্মীরা ত্যাগী ঐ কর্মীর বিরুদ্ধে অপ-প্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগী হলেন ছাত্রদল নেতা অনিক দেবনাথ। তিনি জেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের পরিচ্ছন্ন ও আন্দোলন সংগ্রামে একজন সাহসী নেতৃত্বের প্রমাণ দিয়েছেন।
আর বর্তমানেও দুরদর্শী নেতৃত্বে বিএনপি’র সব সভা সমাবেশেও সক্রিয়ভাবে নিজের অবস্থান জানান দিচ্ছেন। সম্প্রতি বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতেও বিশাল এক আনন্দ মিছিলের নেতৃত্ব দেন তিনি। যেখানে শত শত নেতাকর্মী অংশ নেন। দক্ষতা ও দুরদর্শীতাকে কাজে লাগিয়ে ছাত্র রাজনীতির সর্বোচ্চ চুড়ায় পৌঁছানো এখন তার অপেক্ষা মাত্র বলে মন্তব্য করেন একাধিক কর্মীরা। আর এ বিষয়টির মাধ্যমেই মুলত প্রতিহিংসার শিকার হয়েছেন রাজথের সাহসী অনিক দেবনাথ।
জেলা ছাত্রদলের কর্মীরা জানান, আনিক দেবনাথ ছাত্র-রাজনীতির একজন অন্যতম কর্মী। যিনি রাজনীতিতে পদার্পণই করেছেন ছাত্রদলের হাত ধরে। এখানে ছাত্রলীগ ট্যাগ দেয়া ষড়যন্ত্র ও প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ছাত্রলীগের কর্মসুচীতে অনিকের যে ছবি সংযুক্ত করা হয়েছে সেটি পুরোপুরি এডিট করা হয়েছে। যা যে কেউ দেখলেই ভিত্তিহীন বলে স্পষ্টতই প্রমাণ মিলে।
মুলত রাজনীতিতে অনিকের শক্ত অবস্থান দেখে কুচক্রী মহলটি নিজেদের ফায়দা লুটতেই এমন অপ-তৎপরতা চালিয়েছে। এছাড়া প্রকাশিত ঐ সংবাদে নিয়মানুযায়ী অনিকের কোন বক্তব্যও প্রকাশ করা হয়নি। আর এতেই বিষয়টি ভিত্তীহিন বলে প্রতীয়মান হচ্ছে।
কর্মীরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, অনিক দেবনাথ জুলাই গণভ্যুথানের আগে ও পরে ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার বড় প্রমাণ হচ্ছে তার নেতৃত্বে রাজপথে একাধিক মিছিল ও বিএনপি’র সভা-সমাবেশে নিজের উপস্থিতির মাধ্যমে অস্তিত্ব জানান দেয়া। আর রাজপথে এই ত্যাগের বিনিময়ে আগামী ছাত্রদলের কমিটিতেও তিনি সর্বোচ্চস্থানে আসীন হতে পারেন বলেই এমন শঙ্কায় মুলত তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে ঐ কুচক্রী মহলটি। এছাড়া অনিক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নুর সাথেও রাজনীতিতে সরব ছিলেন।
এদিকে বিষয়টি অপ-প্রচার ও প্রতিহিংসা জানিয়ে অনিক দেবনাথ জানান, ছাত্রদলের মাধ্যমেই ছাত্ররাজনীতি শুরু করেছি। এখনো সরাসরি সম্পৃক্ত থেকে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সংগঠনের নিয়ম-নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছি। একটি মহল আমার এ অবস্থানে ঈর্সাণ্বিত হয়ে নানামাধ্যমে অপ-প্রচার চালিয়েছে। এ বিষয়ে আমি সিনিয়র নেতৃবৃন্দদের সুদৃষ্টি কামনা করছি।