শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেয়ার এখন সময়। তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
আগামী নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়৷ একই সময় গণভোটে অংশ নেবার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। নির্বাচনকে সামনে রেখে পরাজিত শত্রু সক্রিয় হয়ে ওঠতে পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
সমাবর্তনে উপস্থিত হয়ে ১০৭৫ জন স্নাতক শিক্ষার্থী গাউন পরিধান করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
সমাবর্তনে উপস্থিত হয়ে ১০৭৫ জন স্নাতক শিক্ষার্থী গাউন পরিধান করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।