
গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীর ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া নামক স্থানে আসিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ছয়টার দিকে উপজেলার মাহিলারা বাজার সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কোনো প্রাণহানি হয়নি। এসময়ে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিস টিমের সদস্যদের তৎপরতায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুয়াশা ও অতিরিক্ত গতিকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করে গৌরনদী হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানানো হয়।