এ নিয়ে ছেলেদের হতাশা, ক্ষোভ থাকলেও বাবার কথার বাইরে কিছু করার সাহস নেই কারও। কারণ সব ছেলেই অকর্মা। বোঁচা সরকার তাদেরকে পড়াশোনা করাননি। জমি-জমা, সম্পত্তি যা আছে তা দিয়েই সবার জীবন চলে যাবে, তাই কষ্ট করে ছেলেদের পড়াশোনা করতে দেননি বাবা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’।
বৃন্দাবন দাশের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশী, আরফান, শিরিন আলম, আশরাফুল আশীষ, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ।
নির্মাতা সকাল আহমেদ জানান, এতে বাবা-ছেলের দ্বন্দ্ব নিয়ে গল্প এগুবে। ‘পিতা বনাম পুত্র গং’ প্রচার হবে আজ সোমবার থেকে প্রতি রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে।
Leave a Reply