1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
অনলাইন জুয়ায় ১৮ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল যুবকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

অনলাইন জুয়ায় ১৮ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল যুবকের

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
লালমনিরহাট প্রতিনিধি // লালমনিরহাটের হাতীবান্ধায় অনলাইন জুয়ায় (ক্যাসিনো) ১৮ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল করলেন আহেদুল ইসলাম নামের এক যুবক।পরে তিনি আর জুয়া না খেলার ঘোষণা দেন।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহেদুল ইসলাম টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জাফর উদ্দিনের ছেলে।

এ সময় আহেদুল ইসলাম বলেন, ‘কয়েক বছর ধরে আমি অনলাইন জুয়ায় আসক্ত। ক্যাসিনোতে আমার ১৮ লাখ টাকা চলে গেছে। এ অনলাইন জুয়ার নেশায় পরে আমি প্রায় নিঃস্ব। তাই আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবন ধ্বংসকারী অনলাইন জুয়া (ক্যাসিনো), তাশ, লুডু আর কখনো খেলব না।’

আর কোনোদিন অনলাইন জুয়া না খেলার ঘোষণা দিয়ে এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করার দাবি করেন আহেদুল ইসলাম। এ সময় সবাইকে অনলাইন জুয়া খেলা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ