আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই জানিয়ে এ রাতে আতশবাজি না ফোটানোর জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার। ঢাকাবাসী তার আহ্বানে সাড়া দেবেন বলেও আশা করেন তিনি।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘নগরবাসীর সহযোগিতায় নতুন বছর বরণ হবে।’
পুলিশের মনোবল এখন আগের চেয়ে অনেক ভালো বলেও জানান তিনি।