1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আদালতে মামলা নিষ্পত্তি না হতেই দ্বিতীয় বিবাহতে আবদ্ধ ও শাহিন আলম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

আদালতে মামলা নিষ্পত্তি না হতেই দ্বিতীয় বিবাহতে আবদ্ধ ও শাহিন আলম

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

বিশেষ প্রতিবেদন // নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সোনাখুলি কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে শাহিন আলমের প্রথম বিবাহ করেন জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম দক্ষিণপাড়া এলাকায় আব্দুর রাজ্জাকের মেয়ে সানজিদা আক্তার কে। এখানে দীর্ঘ তিন বছর সংসার জীবনে একটি মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেন তখন থেকেই শুরু হয়েছে অমানবিক নির্যাতন রশিদুলের পরিবার ও তার ছেলে শাহিন আলম এই সানজিদা আক্তারের সাথে বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতন করলে পরবর্তী চিকিৎসা সেবা ও মানসিক শান্তির জন্য বাপের বাড়ি আসলে তাকে মিথ্যা দোষারোপ করে সানজিদাকে তালাক দেওয়ার একপর্যায়ে পাঁয়তারা করেন শাহিন আলম ও তার পরিবার। এ বিষয়ে প্রথম স্ত্রী সানজিদা আক্তারের সাথে কথা হলে তিনি মিডিয়াকর্মীদের জানান আমার স্বামী আমাকে যখন থেকেই বিয়ে করেছে তখন থেকেই শারীরিক এবং মানসিক নির্যাতন করেন এজন্য আমি চিকিৎসার জন্য বাবার বাড়িতে আসি এই সুযোগে সে আমাকে তালাক দিবে আমি জানতে পারি এলাকার মানুষের মুখে তখন আদালতে আমরা আশ্রয় গ্রহণ করে একটি মামলা দায়ের করি। সে মামলা এখনো চলমান আদালত তিন মাস সময় দিয়েছে আমাদের উভয় পক্ষকে নিয়ে বসার জন্য, কিন্তু আমার স্বামী শাহিন আলম আদালতের আয় অমান্য করে সে গতরাত তারিখ ২৪ শে অক্টোবর রোজ শুক্রবার রাত বারোটার দিকে বিবাহ করেন আবদার রহমানের মেয়ে লাবি বেগমকে। তবে এ বিষয়টি নিয়ে কথা হয় প্রথম স্ত্রীর বাবা আব্দুর রাজ্জাকের সাথে তিনি জানান যে এটা সম্পূর্ণ একটি আইন অমান্যকারী যেখানে আদালতে মামলা চলাধিনা অবস্থায় তারা একটা ফায়সালা নাই দিতেই আমার জামাই শাহিন আলম দ্বিতীয় বিবাহ করলো সেটা কার অনুমতিতে। তবে এ কথা থেকে যায় সচেতন মহল ও স্থানীয়রা বলতেছে যেটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘনীয় কাজ কারণ যেখানে একটি ১১ মাসের একটি শিশু বাচ্চা রয়েছে তাদেরকে কোন রকমের না জানিয়ে সে দ্বিতীয় বিবাহ করল এবং প্রথম স্ত্রীকে কোন রকমের ভরণপোষণ দেন না, এবং বাচ্চার খাবার সহ দেন না, সে কিভাবে দ্বিতীয় বিবাহ করতে পারে। আমরা চাই এ বিষয়ে সঠিক যাচাই-বাছাই করে মহামান্য নীলফামারী আদালত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন শাহিন আলমের পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করতেছি স্থানীয় সচেতন নাগরিক ও জনসাধারণ মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ