
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৬ আগস্ট) বেলা পৌনে একটার দিকে তারা এই অবরোধ শুরু করেন। প্রায় আধ ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
সড়ক অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকাগুলোতে যানজট ও জনভোগান্তি দেখা দেয়। হঠাৎ এ ধরনের সড়ক অবরোধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে।
অবরোধকারী শিক্ষার্থীরা রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে ঠিক কী দাবিতে তারা সড়কে নেমেছিলেন, তা প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিং করার পর সড়ক ছেড়ে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।’