গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী আনোয়ারা প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও নবাগত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার সকালে স্কুলের শ্রেণিকক্ষে অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
 বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রানতোষ কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, বিশিষ্ট ব্যবসায়ী মামুন সিকদার, গাজী আব্দুল মালেক সহ অন্যান্যরা। শেষে কোমলমতি শিশুদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।