গৌরনদী প্রতিনিধি // আপনারা শুধু কমিটি না, ভোটার কে আছে তার কাছে যেতে হবে।তৃনমূল পর্যায়ে নেতাকর্মীরা আশঙ্কা করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক আসনে বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা। নেতাকর্মীরা বলছেন এবারের নির্বাচনে আওয়ামীলীগের কোন প্রার্থী থাকছেনা,তাই দলের কাছে বিতর্কিত অনেক সুবিধাভোগী সম্ভাব্য প্রাথী চাইবেন আওয়ামীলীগের ভোট তাদের বাক্সে নিতে, তাই দলীয় মনোনয়ন ঘোষণার আগে দলের নীতিনির্ধারকদের এবিষয়ে কঠোর হতে হবে।দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাকে আজীবনের জন্য দলথেকে বহিষ্কার করতে হবে। ২০ জুন ২০২৫ শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভা নয়টি ওয়ার্ডের বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থনে গৌরনদী পৌর বিএনপির আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ডে মোঃ জামাল হাওলাদারের বাসভবনে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবদুল আউয়াল লোকমান। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির। বিশেষ অতিথি ছিলেন – গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম টিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ। পৌর বিএনপির সদস্য মো. দিদার সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা বক্তব্যের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী ওয়ান ইলেভেন থেকে অদ্যবর্ধি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন এবং আগামী সংসদ নির্বাচনে বরিশাল ১ আসন তথা গৌরনদী আগৈলঝাড়া বিএনপির মনোনীত সৎ যোগ্য প্রার্থীর পক্ষে ধানেরশীষ মার্কায় সমর্থনে গৌরনদী পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ডোর টু ডোর যাওয়ার কথা বলেন।