স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার আমতলী থানাধীন চন্দ্রা গ্রামে জমি জমা বিরোধের জের ধরে যুবককে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার ( ১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় তালুকদার হাট বাজারে হোমিও ফার্মেসির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সবুজ বিশ্বাস ওই গ্রামের বাসিন্দা মো: ছত্তার বিশ্বাস এর ছেলে। আহত সবুজ বিশ্বাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবুজ বিশ্বাস জানান বেশ কয়েক বছর যাবত তপন দের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। সবুজ আরো জানান তপন রা তাদের পৈত্রিক সম্পত্তি থেকে এক একর জমি ক্রয় করে কিন্তু জাল জালিয়াতি দলিল করে জোরপূর্বক দুই একর জমি বোকদখল করে আসছেন এ নিয়ে গ্রাম্য পর্যায়ে কয়েকবার সালিশ মীমাংসা হলে তারা ওই সালিশ মীমাংসা মানতে নারাজ তারই সূত্র ধরে ঘটনার দিন সবুজ তার স্ত্রীর মিলাদের জন্য গরু কেনার জন্য তালুকদার হাট বাজারে যান। সবুজকে একা পেয়ে তারা পথ রোধ করে মাহবুব, তপন, নয়ন সহ ৪/৫ মিলে হত্যার উদ্দেশ্যে রড, জিয়াই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকা গরু কেনার জন্য নগদ ক্যাশ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলি স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেন। তার অবস্থার অবনতি দেখে ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের সজনরা জানান।