নিজস্ব প্রতিবেদক // আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে বরিশাল পল্লী উন্নয়ন সোসাইটি (বাউস)।
আজ ২১ মার্চ রোজ শুক্রবার বিকেল ৪ টায় সাগরদী কুয়েত প্লাজায় অবস্থিত সংস্থার নিজস্ব কার্যালয় প্রায় ১০০ জন মানুষকে শাড়ি,লুঙ্গি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সংশ্লিষ্টরা।
বাউসের নির্বাহী পরিচালক মোঃ গোলাম কিবরিয়া অপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: জাকির কাফরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: দেলোয়ার হোসেন, বাউসের আইন উপদেষ্টা ও বরিশাল জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী গোলাম মর্তুজা তপু।
ঈদ উপহার বিতরণে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: ইমরান হাসান মাইনুল, হিসাব রক্ষক মো: মেহেদী হাসান দিপু, ক্যাশ অফিসার মো: আজিজুল হক আজিজসহ অন্যান্যরা।
এ বিষয় এক সুবিধা ভোগী পরিবার বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বাউস আমাদের শাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছে। আমরা তাদের এই উপহার পেয়ে আনন্দিত এবং সন্তুষ্ট।
এ বিষয় বাউস কর্তৃপক্ষ বলেন,আমরা প্রতি বছর আমাদের গ্রাহক ও অসহায় মানুষের আনন্দ বৃদ্ধি করতে ঈদ উপহার বিতরণ করে থাকি। এটা কোন দান বা অনুদান নয় এটা আমাদের পক্ষ থেকে তাদের জন্য ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতেও এই ধারা অব্যাহত রেখে মানবিক কাজ করে যেতে পারি।