ঈদ এলেই রং তুলির আঁচড়ে পুরোনো লক্কর-ঝক্কর বাস চকচকে করে তোলার পাঁয়তারা শুরু করেন কিছু অসাধু পরিবহন মালিক-শ্রমিকরা। ফিটনেসবিহীন এসব বাস ব্যবহার করা হয়, ঈদে ঘরে ফেরা যাত্রী পরিবহনে। এসব বাসে চড়তে একদিকে যেমন গুনতে হয় বাড়তি ভাড়া, অন্যদিকে যুক্ত হয় দুর্ঘটনার ঝুঁকি।
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অসাধু পরিবহন মালিক শ্রমিকদের দৌরাত্ম্য দমনে শনিবার (২২ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।