আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলমাস নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য কুয়াকাটা বাজারে মাছটি নিয়ে আসা হয়। কুয়াকাটা বাজারের ফিশ ভ্যালি নামের একটি প্রতিষ্ঠান নিলামে মাছটি ৬ হাজার ৮৪০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী হাসান বলেন, ‘নিলামে মাছটি আমরা কিনেছি। এতো বড় মাছ খুব সহজে পাওয়া যায় না। তাই আমরা সুযোগ হাতছাড়া করিনি। আশা করছি মাছটি থেকে ভালো লাভ করতে পারব।
জেলে মো. আলমাস বলেন, সাগরে জাল ফেলার পর বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি। সাগরে এখন বেশি মাছ মিলছে না। বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রের মোহনায় পলি জমার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন ও জালের প্রশস্ততা বাড়ালে বড় মাছ বেশি ধরা পড়বে।