1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
এক কোরালের দাম ২০ হাজার টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

এক কোরালের দাম ২০ হাজার টাকা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে
কুয়াকাটা প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালাল মাঝি (৩৬) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। কুয়াকাটা মাছ বাজার থেকে নিলামে মাধ্যমে মাছটি কিনে নেন খলিল খান নামের ব্যবসায়ী।
শুক্রবার (০৬ ডিসেম্বর ) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এর আগে গত বৃহস্পতিবার ভোর রাতের দিকে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি ধরা পড়ে।
এ বিষয় জালাল মাঝি বলেন, প্রতিদিনের মত গত বৃহস্পতিবার ট্রলার নিয়ে গভীর সাগরে যাই। পরে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ কোড়াল মাছটি ধরা পড়ে। মাছটি সুস্বাদু হওয়ায় এসব মাছের চাহিদা অনেক। খুব ভালো দামে বিক্রি করেছি।
ব্যবসায়ী রাসেল বলেন, এত বড় মাছ সচারাচর পাওয়া যায় না। এসব মাছ অনেক সুস্বাদু। তবে দাম বেশী হওয়ায় এসব মাছ আমাদের মত মধ্যবিত্ত মানুষের নাগালের বাহিরে। তবে এসব মাছ যদি কেটে বিক্রি করে তাহলে আমরা আমাদের সাধ্যমত কিনে খেতে পারি।
ক্রেতা খলিল খান বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি, এসব বড় কোরাল আসলে সব সময় পাওয়া যায় না। মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। তাই জেলের চাহিদা অনুযায়ী ১১০০ টাকা কেজি ধরে মাছটি ডাকের মাধ্যমে
 মাছটি ক্রয় করেছি। খুব ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুদের মানসিক বিকাশে কোরাল মাছ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ আরো ধরা পড়বে বলে আাশা রাখি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ