1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
নগরীতে বিএনপি নেতার মদদে ছেলে-শ্যালক-কর্মীর অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগ সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী -নৌবাহিনী প্রধান বরিশালে ছাদে প্লাস্টিকের বোতলে ধান চাষে সফলতা ‘দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে’ ‘আওয়ামী দোসররা এখনো উসকানি দিচ্ছে, ফাঁদে পা দেবেন না’ বাংলাদেশের রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা আজ ৩ ঘণ্টা ইন্টারনেট থাকবে না!

এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ 0 বার সংবাদি দেখেছে

রবিবার ২২ সেপ্টেম্বর এলজিইডি সদর দফতরের আরডিইসি ভবনের সেমিনার কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক)সহ চারটি প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন। পাঁচ দিনব্যাপি টিওটি কোর্স অন আরটিকে জিপিএস এন্ড টোটাল স্টেশন ফিল্ড অপারেশন, সদ্য যোগদানকৃত এগারো জন সহকারী প্রকৌশলীদের তিন দিনের ওরিয়েন্টশন, চার দিনের ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট, পাঁচ দিনের প্রিপারেশন অব টিপিপি এন্ড ডিপিপি উইথ রিগার্ড টু ক্লাইমেট চেইঞ্জ, দুই দিনের ডি-নথি প্রশিক্ষণ ও একদিনের ই-পিএমএস প্রশিক্ষণ শিরোনামে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন বলেন, গ্রামীণ অর্থনীতি বলতেই বুঝায় এলজিইডির কর্মচাঞ্চল্য, গ্রাম বাংলার পরিবর্তনের রূপকার হচ্ছে এলজিইডি। আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের এই ধারণা লালন করতে হবে, ধারণ করতে হবে এবং যথা সময়ে কর্মসম্পাদন করতে হবে। গ্রামের মানুষ এলজিইডির প্রতি আস্থাশীল, তারা তাকিয়ে থাকে আমাদের দিকে -আমরা যেন সৎ থেকে আমাদের বিভিন্ন প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে গ্রাম বাংলার উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে পারি।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাধ, আবদুর রশীদ মিয়া, মোঃ আব্দুল হাকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সেলিম মিয়া, মমিন মজিবুল হক সমাজী, বেলাল হোসেন, প্রকল্প পরিচালক মোঃ আবদুল খালেক। এছাড়া  উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, মৌসুমী সালমিন, সহকারী প্রকৌশলী আসিফ আহনাফ চৌধুরী, ক্রিম-ক্রিলিকের টিম লিডার ডক্টর ডান বুম (Dr Daan Boom), পরামর্শক এন্তোনিও এ্যারেনাস (Antonio Arenas) ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ। এসময় প্রশিক্ষণার্থী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলজিইডি প্রশিক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
– প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ