1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
এসআই শিহাবের নেতৃত্বে আদালতের নির্দেশ অমান্য করে ওয়াল নির্মাণের চেষ্টা, এলাকাজুড়ে উত্তেজনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

এসআই শিহাবের নেতৃত্বে আদালতের নির্দেশ অমান্য করে ওয়াল নির্মাণের চেষ্টা, এলাকাজুড়ে উত্তেজনা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কোতয়ালী থানার এসআই শিহাবের নেতৃত্বে আদালতের নির্দেশ অমান্য করে বিএডিসির নিয়মবর্হিভূত ওয়াল নির্মাণের কাজ শুরুর চেষ্টা করেন। আজ (বুধবার) ৫ মার্চ বেলা আনুমানিক পৌনে ১২ টার সময় বরিশাল নগরীর কেডিসি পদ্মাডিপো সংলগ্ন চলাচলের পথ আটকে এ দেয়াল নির্মানের ঘটনা ঘটে। এসময় ভুক্তভোগীরা আদালতে ১৪৪/১৪৫ ধারার আবেদনের নির্দেশ দেখালে এসআই শিহাব সিভিল পোশাকে মাস্তান স্টাইলে কাজ শুরুর নির্দেশনা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভুক্তভোগীরা বার বার আদালতের নির্দেশনা দেখালেও এসআই শিহাব আরো উত্তেজিত হয়ে ওঠে এবং বলে আদালতের এ আদেশের কাগজ ভুয়া। এখানে এই জায়গায় ওয়াল নির্মান হবে। এদিকে এসআই শিহাব কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জকে অবহিত না করে সিভিল পোশাকে ঘটনাস্থলে আসেন এবং সার্বিক পরিস্থিতি উত্তপ্ত করেন। এক পর্যায়ে এসআই শিহাব আদালতের আদেশ না মেনে বিএডিসির পক্ষহয়ে স্থানীয় ভুক্তভোগীদের বাকবিতন্ডায় জড়ান ও মহিলাদের গ্রেফতার করে তুলে নিয়ে যাবেন বলে হুমকি দেন এবং মহিলাদের সাথে দুর্বব্যবহার করেন। এরসাথে সাথে তিনি বিরোধপূর্ন স্থানে দাড়িয়ে আদালতের নির্দেশ অমান্য করে বলেন এজমি সরকারের এখানে কাজ চলবে। পরবর্তীতে জনসাধারণের রোষানলে পড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এসআই শিহাব। তবে এ ঘটনায় এসআই শিহাব জানান, আমি পরিস্থিতির উত্তপ্তের কারনে গ্রেফতারের কথা বলেছি। আর অন্যসব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

 

স্থানীয় ভুক্তভোগী লিজা জানান, সাধারণ পোশাক পড়া এক ব্যক্তি নিজেকে এসআই পরিচয় দিয়ে বলেন এখানে ওয়াল নির্মানের কাজ চলবে। তোরা আসলে সবাইরে গ্রেফতার করবো। লিজা জানান, আমরা ডিসি অফিস, বিএডিসি চেয়ারম্যান, পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্থানে চলাচলের গেট চেয়ে আবেদন করি। সর্বশেষ আমরা আমরা আদালতের স্মরণাপন্ন হই। কিন্তু এসআই শিহাবের শক্তিতে তারা আদালতের নির্দেশ অমান্য করে আজ গেট আটকাতে আসছে।

এদিকে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সাগর বলেন, এসআই শিহাব আদালতের নির্দেশ এর কাগজ দেখে বলে আদালত কাগজ একটা দিলেই কি হবে। এসময় আমাকে তুই বলে বাজে ব্যবহার শুরু করে। সাগর আরো জানান, শিহাব আইনের লোক, সে শৃঙ্খলা বজায় রাখতে ২ পক্ষের মধ্যবর্তী হয়ে কাজ করবেন। কিন্তু সে উল্টো আদালতের কাগজও অমান্য করে বিএডিসির হয়ে মাঠে নামে। আরেক ভুক্তভোগি ও স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, আমরা একটু যাতায়াতের গেটে এর জন্য বিভিন্ন দপ্তরে গিয়েও কোন সুরাহা না পেয়ে সর্বশেষ আদালতের স্মরনাপন্ন হই। আদালত আমাদের আবেদন গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন এবং ১৪৪-১৪৫ ধারা জারি করেন। কিন্তু একজন আইনের লোক হয়ে এসআই সিহাব বেআইনি কাজ করতে এসেছেন এবং সকলকে গ্রেফতারের হুমকি দিয়ে বিএডিসির পক্ষহয়ে নিজেই ওয়াল নির্মানের হুকুম দেন। যা আইনের পক্ষে বেমানান।

জানাগেছে, এসআই শিহাব দীর্ঘবছর যাবত বরিশাল কোতয়ালী মডেল থানাতে কর্মরত রয়েছেন। আর এই সুবাধে ৫ আগস্টের পূর্বে কোতয়ালী থানাধীন এলাকাতে ছাত্র জনতার আন্দোলনে নির্বিঘ্নে হামলা চলায় এবং আন্দোলন নস্যাত করতে সক্রিয় থাকেন।

 

সূত্রে জানাগেছে, বরিশাল নগরীর ১০নং ওযার্ডস্থ কেডিসি এলাকাধীন বিএডিসি কর্তৃপক্ষের নিয়ম বহির্ভূত ঘরের দরজা আটকে সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করে। আর এতে ওই এলাকার মালিকানা ৫ পরিবারসহ প্রায় ২০০ পরিবারের যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়। স্থানীয় বাসিন্দা নুরুল হক, কালাম, লিজাসহ অন্যান্য পরিববারের চলার পথ আটকে বিএডিসি কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ভুক্তভোগীরা ঘরে চলাচলের জন্য ৫ ফুটের একটি গেট দাবী করলেও বিএডিসি কর্তৃপক্ষ খামখেয়ালী করে তাদের কার্যক্রম চালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান ও জিএম বরাবর চলার একটি গেট চেয়ে আবেদন করেন। এবং আদালকের স্মরনাপন্ন হন। আর তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তদন্ত করে প্রতিবেদন দেয়ার দিন ধার্য করেন এবং উভয়পক্ষকে শৃঙ্খলা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সে স্থানীয় মহিলাদের সাথে এরকম ব্যবহার করতে পারে কি না আমার জানা নেই বলে লাইন কেটে দেন।

এদিকে সর্বশেষ জানাগেছে, আদালতের ১৪৪-১৪৫ ধারা ভঙ্গ করে ওয়াল নির্মাণের কাজ করতে যাওয়ায় আদালত উক্তস্থানে ১৮৮ ধারা জারি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ