স্টাফ রিপোর্টার // কন্ঠ সংগীতে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩-এ ভূষিত এবং তা গ্রহণ করায় বন্দরের কৃতি সন্তান নূরুল হক মান্নাহকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে মিডিয়া ভিশন কালচারাল একাডেমি,রেফারেন্স সংগীত বিদ্যালয়,মুক্ত পায়রা সংগঠন,মন্টি স্মৃতি সংসদ,ধ্রুব সাহিত্য পরিষদ,নাফিসা টেলিফিল্ম লিমিটেডসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃত্তিতে সংগঠনগুলো উল্লেখ করেন,নুরুল হক মান্নাহ একজন অত্যন্ত বিজ্ঞ সংগীতজ্ঞ। জেলা শিল্পকলা সম্মাননা তার দীর্ঘ দিনের কর্মের স্বীকৃতি। তাঁর এ অর্জন গোটা বন্দরবাসীকে গৌরবান্বিত করেছে। আমরা তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি,অগ্রগতি ও সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ূ কামনা করছি।