
কলাপাড়া প্রতিনিধি // কলাপাড়া পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির আভাস পেয়ে নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। আসন্ন কমিটিকে ঘিরে ছাত্রদলের পদ প্রত্যাশীদের মধ্যে কাজ করছে নানা উৎসাহ উদ্দীপনা। কলাপাড়া পৌর ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে এরইমধ্যে অনেকেই কেন্দ্র ও জেলায় দায়িত্বশীলদের কাছে বিভিন্ন ভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পদ প্রত্যাশীদের ভাষ্য, যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও সৎ ব্যক্তিদের হাতেই ছাত্রদলের নেতৃত্ব তুলে দেওয়া হবে বলে মনে করেন ছাত্রদল কর্মীরা। সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রদলের নেতাকর্মীদের প্রথম পছন্দের প্রার্থী হিসেবে রয়েছেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক নেতা মো. মিজানুর রহমান পাশা। জানা যায়, এই ছত্রনেতা ২০১৫ সন থেকে ২০২৫ সন পর্যন্ত সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। ইতোমধ্যে কলাপাড়া পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে খুব শীঘ্রই এ বিষয় জানতে পেরে অনেকেই প্রার্থী হিসেবে নিজেকে জাগান দিচ্ছে এর মধ্যে ছাত্রদের জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে মিজানুর রহমান পাশা। দীর্ঘ ছাত্র রাজনীতি ও সৎ,আদর্শ এবং দক্ষ নেতৃত্বে তৃণমূল ছাত্রদল কর্মীরা সুসংগঠিত ও ছাত্রদল নেতাকর্মীরা বলেন তিনি সাধারণ সম্পাদক পদে সবার চেয়ে এগিয়ে আছে। খরস্রোতা নদীর মত কে থামায় তাকে। সাধারণ সম্পাদক পদ প্রার্থী মো. মিজানুর রহমান পাশা ছাত্র রাজনীতি করতে গিয়ে, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসের মধ্যেই ছাত্রলীগ দ্বারা হামলার শিকার হয়েছে অনেকবার। তাঁর পরও থেমে থাকেনি এই ছাত্র নেতা। স্বৈরাচার শেখ হাসিনার আমলে যুবলীগ ও ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়ে মাসের পর মাস হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তৎকালীন সময় গ্রেফতারের ভয়ে নির্ঘুম রাত কাটিয়ে দলের স্বার্থে পরিবার থেকে ছুটে থাকতেন এদিক সেদিক। পৌর ছাত্রদলের একাধিক কর্মীরা বলেন, মিজানুল রহমান পাশা একজন জনপ্রিয় ছাত্রনেতা তাঁর হাত ধরে আমরা পৌর ছাত্রদল করি তাঁর দক্ষ নেতৃত্বে আমরা সুসংগঠিত তাকে সাধারণ সম্পাদক পদ দেয়া হলে পৌর ছাত্রদলের নেতা কর্মীরা নেতৃত্বে প্রান খুঁজে পাবে। এবং যে কয়জন প্রার্থী আছে সবার চেয়ে তিনি এগিয়ে আছে। এ বিষয়ে এমবি কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও কলাপাড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মো. মিজানুর রহমান পাশা সাংবাদিকদের জানান, দীর্ঘ বছর ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি, দলের পক্ষে কাজ করতে গিয়ে নানা ভাবে হয়রানি ও হামলার শিকার হয়েছি। বিএনপি’র দুর্দিন থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছি এখনও সুদিন আসেনি তাঁর পরও করে যাবো। আমি বিশ্বাস রাখি সংগঠনের পিছনে আমার যে শ্রম ও ত্যাগ আছে তাতে আমাকে জেলা ছাত্রদলের নেতারা মূল্যায়িত করবেন। আমাকে সাধারণ সম্পাদক পদ দেয়া হলে ১১৩ পটুয়াখালী -৪ আসনের জনবান্ধন নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর হাতকে শক্তিশালী করব এবং কলাপাড়া পৌর ছাত্রদলকে সুসংগঠিত করবেন ইনশাল্লাহ।