মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের কাজীরহাটে পবিত্র ঈদুল ফিতর এর আনন্দ সবার মাঝে ভাগ করে দিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ আনন্দে নতুন পোশাক উপহার দেওয়া হয়। শুক্রবার (২৭ মার্চ) বাংলা বাজার স্কুল মাঠে আয়োজিত ঈদ বস্তু বিতরণে বিশিষ্ট সমাজ সেবক যুবদল নেতা মোঃ কামাল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কায়সার আহমেদ। উপস্থিত ছিলেন, লতা ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাবেক ছাত্রনেতা বাহাউদ্দীন, নাসির উদ্দীন নসু, আলাউদ্দিন হাজী ও আতাউর হোসেন মোল্লা। প্রধান অতিথি বলেন, অসহায় মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করতে পেরে উচ্ছসিত লাগছে। ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করার জন্য এই উপহার দেওয়া। যারা জনগণকে ভালো পায় তাদেরকে সমাজসেবার সুযোগ করে দিতে। সব জায়গায় কামাল তৈরি করেন। আমাদের নেতা তারেক রহমান বলেন মানুষের পাশে দাড়াতে। যারা চাঁদাবাজি করে সময় পার করছেন তারা ভালো হয়ে যান। সামনে সময় খুবই খারাপ আসতেছে। কামাল হাওলাদার অনেক আগ থেকেই সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা কামাল হাওলাদার এর পাশে থাকুন। নতুন পোশাক উপহার পেয়ে কাজীরহাটের ৬শত লোকের মুখে হাসি ফুটেছে। সুবিধাভোগীরা দানশীলদের মন খুলে দোয়া করেছেন।