মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে, ফেসবুক ও ইউটিউবে নুরুজ্জামান কাফির তৈরি বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে শাহাদাত (২২) এবং মাহফুজ (২১) নামের দুই নিষিদ্ধ ছাত্র সংগঠনকর্মী। পটুয়াখালীতে কাফির বসতঘর পুড়িয়ে দেয়। রবিবার রাতে বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ সংবাদ সম্মেলনে জানান, ১২ ফেব্রুয়ারি রাতের ওই আগুনের ঘটনার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্য সংগ্রহ করা হয়। তার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের সনাক্ত করা হয়। শাহাদাত ও মাহফুজ গ্রেফতার হওয়ার পর তাদের কাছ থেকে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করা হয়।
এদিকে, ১১ ফেব্রুয়ারি রাতে শাহাদাত ও মাহফুজ বরিশাল থেকে বাসযোগে বরগুনার আমতলীতে আসেন। সেখান থেকে ৫০০ টাকার ডিজেল কিনে তারা মোটরসাইকেলে করে কাফিরের বাড়ির আশেপাশে গিয়ে বাড়ির দেয়াল, চাল, কাঠ ও টিনে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থল ত্যাগ করার পর তারা নিজেদের মোবাইলে ভিডিও ধারণ করেন।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি গভীর রাতে নুরুজ্জামান কাফিরের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে ঘটনাস্থলে কাফিরের পরিবারের সদস্যরা দ্রুত বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে নিরাপদে সরে যান এবং পরে ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কাফি নিজে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।যার মামলা নং১৬/৫৫।