নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
শনিবার (১৪ জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। কমিটিতে স্বাক্ষর করেন জেলা আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকী।
নতুন কমিটি ঘোষণার পর থেকেই বিএনপির একটি অংশ তাতে অসন্তোষ প্রকাশ করে। তারা অভিযোগ করে, ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা সাহেব বাজারে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিকে সকালেই নবগঠিত কমিটির সমর্থকেরা বিজয় মিছিল করে একই এলাকায়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ।
সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে। পুলিশি হস্তক্ষেপে দু’পক্ষ ছত্রভঙ্গ হলেও অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছে স্থানীয়রা। আহতদের মধ্যে কয়েকজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর সাহেব বাজার এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাজুড়ে টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ওসি আব্দুল মান্নান আরও জানান, “এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।