পটুয়াখালীর কুয়াকাটায় মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ওরফে ‘ইউসুফ কোম্পানি’সহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১৪ জুন) রাত ১১টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টার থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অন্যান্যরা হলেন- কলাপাড়া রহমতপুরের নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনা জেলার মাইঠা গ্রামের বাসিন্দা সুলতান মিয়ার ছেলে লিটন। একই গ্রামের আঃ আজিজের ছেলে মাসুদ, আলীপুর গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার ও একই গ্রামের ছোমেদ সিকদারের ছেলে টুকু সিকদার। পলাতক রয়েছেন কুয়াকাটার বাসিন্দা আশ্রাব হাওলাদারের ছেলে বায়েজিদ।
আটকদের রোববার (১৫ জুন) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে গোপনে জুয়া খেলার আসর বসে সংবাদ পাওয়া। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এসময় জুয়ার আসর থেকে নগদ ৬২ হাজার ৫২ টাকা ও একজোড়া আলফা ডন’র রঙিন তাস উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টারে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। হোটেলের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।