কলাপাড়া উপজেলা প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটায় এক মাসব্যাপী পর্যটন মেলায় লটারির আড়ালে প্রকাশ্যে জুয়া চলছে বলে অভিযোগ উঠেছে। মেলার মূল উদ্দেশ্য পর্যটকদের বিনোদন দেওয়া হলেও, এখন তা জুয়ার আখড়ায় পরিণত হয়েছে বলে মনে করছেন সাধারণ জনগণ। গত ৮ জানুয়ারি কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) উদ্যোগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রথম দিকে মেলাটি পর্যটকদের বিনোদনের জন্য আয়োজিত হলেও, এখন তা মূলত জুয়া কেন্দ্রিক হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। তাদের ভাষ্য, মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছে লটারির নামে জুয়া, যা আইনের পরিপন্থী। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক ও প্রশাসনের দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, কিন্তু এখানে কিছু সাংবাদিক জুয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ মনে করছেন, জুয়া একটি অবৈধ কর্মকাণ্ড এবং এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত এই জুয়া বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন এবং সাংবাদিকদেরও ন্যায় ও নীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।