1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
কুয়াকাটায় সাংবাদিক মিরনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

কুয়াকাটায় সাংবাদিক মিরনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭ 0 বার সংবাদি দেখেছে

মো: রাকিব জোমাদ্দার কলাপাড়া প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে বুধবার দুপুর ১২ টায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ীরা, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ কয়েকশত মানুষ এতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাবেক আমির মাঈনুল ইসলাম মান্নান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, যুবদলের সিনিয়র সহ সভাপতি নুর আলম শেখ, স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ, সদস্য সচিব রেদওয়ানুল ইসলাম রাসেল, ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন রিয়াজ টোয়াক সেক্রেটারি জহির খান প্রমুখ। মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেয়। তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এর আগে বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সাংবাদিকরা মিরনের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি হুমকি দেয়া হয়। অন্যদিকে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদসভা এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। উল্লেখ্য:  গতকাল মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে কুয়াকাটার তুলাতলী নিজ বাসভবনের সামনে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এসময় তার দুই হাত, মাথা ও বুকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরন করেন। বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলার সাথে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি। এবিষয়ে মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ