মো:রাকিব জোমাদ্দার মহিপুর -পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটার পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন পাবলিক টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুর হোসেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার জলমাই ইউনিয়নের বাসিন্দা। তিনি একই এলাকার শাজাহান মালের ছেলে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১ টার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোজ হন।
এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী বলেন, মেলার উদ্দেশ্য আমরা দোকান নিয়ে কুয়াকাটাতে এসেছি। দুই বন্ধু গল্প করিতেছিলাম। এর ভিতরে বন্ধু নুর হোসেন বল্লো যে তার বুকে ব্যথা করে, টয়লেটে যাব। তারপর থেকে তার আর কোনো খোজ মিলে নাই।
পরে তার স্বজনদের জানালে খুলনা থেকে রাতে ভিকটিমের ছোট ছেলে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোজাখুজি করেও কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন।
কলাপাড়া থেকে মেলাতে ঘুরতে আসা দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখলে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখেন।পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।