নিজস্ব প্রতিবেদক // সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়হামের মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার বন্ধ করে দিয়েছে পুলিশ।
শিশু আয়হামের মৃত্যুর ঘটনায় ডা. এস এম মুক্তাদিরসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন আয়হামের বাবা। এছাড়া মামলায় পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এঘটনায় দুইজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নাতে খতনার জন্য এনেস্থেশিয়া দেয়া হয় শিশুটিকে। যাতে গভীর ঘুমে তলিয়ে যায় আয়হাম। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে শিশুটি।
আয়হাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। ছিল নিজের ক্লাসের ক্যাপ্টেন। পড়াশোনায় মনোযোগী থাকায় তাকে ঘিরে ছিল বাবা-মার আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু আয়হাম এখন দূর আকাশের তারা।
এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মালিবাগের ওই হাসপাতাল পরিদর্শন করবে।
এর আগে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। সেটি নিয়ে আদালতে মামলা চলমান। ৫ বছরের আয়ানেরও অ্যানেসথেসিয়া দেওয়ার পর জ্ঞান ফেরেনি। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এর এরপর মাস পেরোতে না পেরোতেই আরেক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল।