1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ববি ছাত্রদলের মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নীলফামারী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মীর সেলিম ফারুকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জলঢাকা উপজেলা তাঁতীদল ট্রাফিক বক্সে ট্রাকের ধাক্কা, আহত ২ পুলিশ সদস্য বরিশালে অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড কদর বাড়ছে ঝালকাঠির বিলাতি গাবের শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল দেশ ও জাতির উন্নয়নে অগ্রাধিকার ‘ভালো মানুষ’ হওয়া: সেনাপ্রধান বিশ্ব ঐতিহ্যসুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য হুমকির মুখে  অর্থনীতি পরিবেশ জীববৈচিত্র্যে খোকার অপেক্ষায় এখনো দরজায় বসে থাকেন মা 

গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ববি ছাত্রদলের মানববন্ধন 

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকাণ্ডে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্বেগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন।আজ বৃহস্পতিবার বেলা সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয় এবং এরপরপরই একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল করা হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল -পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের সামনে এসে শেষ হয়।

এসময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগঠক রাফি সিকদার বলেন “আন্দোলনে অংশ নেওয়া সকলে আমাদের ভাই-বোন। এদেশের ছাত্রসমাজের হাতেই এদেশের সংস্কার। এই আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা এবং হত্যা চেষ্টা করা মানে এই ২৪ এর বিপ্লব কে প্রশ্নবিদ্ধ করা । আমার মনে হয় এটা মূলত প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন। আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল প্রতিষ্ঠান খুব শিগগিরই যদি আওয়ামী ছাত্রলীগ দোসরদের খুঁজে আটক এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে এবং ২৪ এর বিপ্লব ধুলিসাৎ হবে।২৪ এর অর্জন আমাদের ভাই-বোন বাবা-মায়ের আত্মত্যাগের ফল। আওয়ামী দুঃশাসনের সময় সক্রিয় আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের স্বৈরাচারীদের দ্রুত আইনের আওতায় এনে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং সকল আন্দোলনকারী দের সুরক্ষা নিশ্চিত করতে হবে”।

এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে ,চট্টগ্রাম নগরীতে জসিম উদ্দিন নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রজনতাকে হত্যাচেষ্টা সহ হেনস্তার খবর পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ