নিজস্ব প্রতিবেদক // বরিশালে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার রাজধানী ঢাকাগামী একটি লঞ্চ থেকে প্রায় ৭০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এম ভি আল-ওয়ালিদ-৯ লঞ্চ থেকে শুক্রবার রাতে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে এম ভি আল-ওয়ালিদ-৯ লঞ্চটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সোয়া ১২টার দিকে লঞ্চটি মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ উলানিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় লঞ্চটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে।
‘এ সময় লঞ্চটি লঞ্চঘাটের পন্টুনসংলগ্ন ব্লকের ওপর উঠে যায়। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের কালীগঞ্জ স্টেশনের সদস্যরা যাত্রীদের উদ্ধার করেন।
Leave a Reply