স্টাফ রিপোর্টার // পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন পূর্ব মাছ গ্রাম চিকনি কান্দি ইউনিয়নে ভাড়ার টাকা চাওয়কে কেন্দ্র করে হোন্ডা চালককে পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৪ মে) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ এর সময় হেলেনার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত দিলীপ দেবনাথ (২৯) হলেন ওই গ্রামের বাসিন্দা দুলাল দেবনাথ এর ছেলে।আহত দিলীপ দেবনাথ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত দুলাল দেবনাথ জানান ১ মাস আগে আরিফ পেদা দিলীপের রেন্ট এর হোন্ডায় চিকনি কান্দি থেকে পটুয়াখালীতে যান কিন্তু তার ভাড়া টাকা না দিয়েই আরিফ চলে যান, ঘটনার দিন তার বাড়ার টাকা চাইতে গেলে বিএনপি’র প্রভাব খাটিয়ে টাকা দিবে না বলে পারলে যেন আদায় করে নে তাই বলে গালিগালাজ করে এ নিয়ে উভয়ের ভিতর বাক-বিতণ্ডা হলে এক পর্যায় ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আরিফ পেদা ও জুয়েল পেদা মিলে হত্যার উদ্দেশ্যে বাটাম ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । আরো জানা যায় এরকম আরিফ দিলীপকে এর আগেও তার ভাড়ার টাকা না দিয়ে মারধর করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আরো জানা যায় আরিফ এর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।