গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে উঠান বৈঠক, আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে উঠান বৈঠক শেষে ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী নারায়ন চন্দ্র প্রমুখ। শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন ক্যাটাগেরিতে মাকসুদা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনে নাসরীন সুলতানা, সফল জননী নারী মোসা: লুৎফুন্নেছা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করায় মালা রানী সরকারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।