গৌরনদী প্রতিনিধি // জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির সহ অন্যান্যরা।